আধুনিক দেশ গঠনে সিভিল ইঞ্জিনিয়ারদের ভূমিকা রাখতে হবে

কক্সবাজারে সিভিল ইঞ্জিনিয়ারদের তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্স উদ্বোধনকালে
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আধুনিক, টেকসই ও উন্নত বাংলাদেশ গড়তে সিভিল ইঞ্জিনিয়ারদের ভূমিকা রাখতে হবে। এ জন্য শিক্ষা ও গবেষণার আন্তর্জাতিক মান রক্ষায় সরকার বদ্ধপরিকর।
আজ বুধবার বিকেলে কক্সবাজারে সায়মন বিচ রিসোর্টে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাডভান্সেস ইন সিভিল ইঞ্জিনিয়ারিং’ শীর্ষক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম এবং দি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-এর সভাপতি প্রকৌশলী মো. কবির আহমদ ভূঞা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আবদুর রহমান ভূইয়া। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি মুম্বাইয়ের অধ্যাপক ড. দীপঙ্কর চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন চুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মোছাম্মৎ ফারজানা রহমান যুথী।