গোপালগঞ্জে ৪ ককটেলসহ ‘ডাকাত’ গ্রেপ্তার
গোপালগঞ্জে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় চারটি ককটেলসহ এনায়েত মোল্লা ওরফে সবুজ (৩০) নামে এক ‘ডাকাত’কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে কাশিয়ানী উপজেলার ব্যাসপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘কাশিয়ানী উপজেলার ব্যাসপুর গ্রামের রেলস্টেশনের পাশে পাঁচ-ছয়জনের একদল ডাকাত অবস্থান করে ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছে এমন একটি সংবাদ পাই। এ সময় ওই স্থানে অভিযান চালানো হলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় তাদের ধাওয়া করে এনায়েত মোল্লা ওরফে সবুজকে আটক করা হয়। তবে অন্য ডাকাতরা পালিয়ে যায়। আশপাশে বেশ কিছু ফসলের ক্ষেত থাকায় তাদের ধাওয়া দিয়েও আটক করা যায়নি। ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহারের জন্য আনা চারটি ককটেল ও দুটি ছুরি উদ্ধার করা হয়।’
মনিরুল ইসলাম বলেন, ‘ওই জায়গায় বসেই মনে হয় ককটেলগুলো বানাইছে। স্কচটেপ পাওয়া গেছে, চারটা ককটেল পেঁচানো অবস্থায়, দুইটা ছুরি পাওয়া গেছে।’
ওসি আরো জানান, গ্রেপ্তার হওয়া ডাকাত এনায়েত মোল্লা ওরফে সবুজের বিরুদ্ধে গোপালগঞ্জের কাশিয়ানী, ফরিদপুরের ভাঙ্গা, বোয়ালমারী ও আলফাডাঙ্গা থানায় পাঁটি ডাকাতি, একটি খুন, একটি ধর্ষণ এবং দুটি চুরিসহ মোট নয়টি মামলা রয়েছে।
এনায়েত ওরফে সবুজ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা বলেও জানান থানার ভারপ্রাপ্ত এই কর্মকর্তা।