জয়পুরহাটে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/12/25/photo-1482680260.jpg)
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পাঁচ শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত রোগীর মধ্যে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ দেওয়া হয়েছে।
আজ রোববার সকাল ১০টায় উপজেলার শিরট্রি ইউনাইটেড জুনিয়র বিদ্যালয়ের উদ্যোগে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বিদ্যালয় চত্বরে দিনব্যাপী ফ্রি-হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু।
জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে কর্মরত ১০ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেন।
এ সময় জেলা আধুনিক হাসপাতালের কর্মকর্তা শহীদ হোসেন, শিরট্টি ইউনাইটেড জুনিয়র স্কুলের সভাপতি আবু তাহের শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।