বাকৃবিতে রাজশাহী সমিতির নবীনবরণ
বৃহত্তর রাজশাহী সমিতির উদ্যোগে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স রুমে ওই নবীনবরণের আয়োজন করা হয়।
বৃহত্তর রাজশাহী সমিতির (চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ ও নাটোর) সভাপতি অধ্যাপক ড. মোহা. কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কাওসার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ২০১৫ শিক্ষাবর্ষে অধ্যয়নরত চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ ও নাটোর জেলার প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অধ্যাপক ড. আবু জোফার মো. মোসলেহ উদ্দিন, অধ্যাপক ড. মো. মাসুম আহমেদ, ড. কামরুজ্জামান, বাজেট কর্মকর্তা আতিকুজ্জামান রয়েল, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুস সালাম সাগর, সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক মো. ইউসুফ আলী, বৃহত্তর রাজশাহী সমিতির সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হোসাইনসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত বৃহত্তর রাজশাহী সমিতির শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।