সুনামগঞ্জবাসীর সহায়তা পেয়েছে নেপাল সরকার

নেপালের ভূমিকম্প-দুর্গতদের জন্য সুনামগঞ্জবাসীর দেওয়া সহায়তার টাকা নেপাল সরকারের কাছে পৌঁছেছে। বাংলাদেশে নেপাল দূতাবাসের পক্ষ থেকে রাষ্ট্রদূত এইচ কে শ্রেষ্ঠ গতকাল বুধবার সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন।
চিঠিতে রাষ্ট্রদূত এইচ কে শ্রেষ্ঠ জানিয়েছেন, নেপাল সরকারের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এই অর্থ জমা হয়েছে এবং তা ভূমিকম্প-দুর্গতদের জন্য ব্যয় হবে। একই সঙ্গে তিনি নেপালের বন্ধুভাবাপন্ন সুনামগঞ্জের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন।
সুনামগঞ্জে শহরের একদল তরুণ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের কাছ থেকে এই অর্থ-সহায়তা সংগ্রহ করেন। এর পর জেলা প্রশাসক ব্যক্তিগতভাবে আরো কিছু টাকা সংগ্রহ করে মোট ৮১ হাজার ২৮০ টাকা নেপাল দূতাবাসে পাঠান।
অর্থ সংগ্রহকারী তরুণদের একজন ফাহাদ জামান ও তন্ময় খলিলুল্লাহ জানান, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বুধবার বিকেলে নেপাল দূতাবাস থেকে পাঠানো চিঠির একটি অনুলিপি তাঁদের দিয়েছেন।