আবারো ২৭ ভারতীয় জেলে আটক
বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ ও মাছ শিকারের অভিযোগে দুটি ট্রলারসহ ২৭ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। গতকাল শনিবার বিকেলে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন এনটিভিকে জানান, মংলা বন্দর থেকে প্রায় ৮০ নটিক্যাল মাইল দূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে ঢুকে শনিবার বিকেলে মাছ শিকার করছিল ভারতীয় জেলেরা। বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বিএনএস তিস্তা’এ সময় ওই এলাকা থেকে ‘এফবি মলেশ্বর’ ও ‘মাতারময়ী’ নামক দুটি ট্রলার থেকে ২৭ জেলেকে আটক করে। তাদের সবার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনায়। পরে তাদের থানায় সোপর্দ করে পুলিশ।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি একই এলাকা থেকে তিনটি ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলেকে আটক করে নৌবাহিনী।