বরগুনায় ৫০ দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণের উদ্বোধন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/12/27/photo-1482831721.jpg)
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের ‘লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় বরগুনায় ৫০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বরগুনা জেলা প্রশাসকের (ডিসি) সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ডিসি ড. মোহাম্মদ বশিরুল আলম।
বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা-আইসিটি) মো. নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুল্লাহ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্বাস হোসেন মন্টু, জেলা প্রশাসনের আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাস, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু, সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ, সাংবাদিক সোহেল হাফিজ প্রমুখ।
প্রধান অতিথির উদ্বোধনী বক্তব্য শেষে এ প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা-আইসিটি) মো. নুরুজ্জামান এবং বরগুনা পৌরসভার মেয়র মো. শাহাদাত হোসেন। প্রশিক্ষণের নিয়মকানুন বিষয়ে আলোচনা করেন সমন্বয়কারী মো. নাজমুল হাসান। এ অনুষ্ঠানে লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের প্রশিক্ষক মো. আশরাফুর রহমানসহ শতাধিক প্রশিক্ষণার্থী অংশ নেন।
ডিসি ড. মোহাম্মদ বশিরুল আলম বলেন, সরকারের আইসিটি মন্ত্রণালয়ের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় বরগুনায় ৫০ দিনব্যাপী এ প্রশিক্ষণে বরগুনার ১৬০ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে। চূড়ান্তভাবে বাছাইকৃত এসব প্রশিক্ষণার্থীকে প্রতিদিন চার ঘণ্টা করে ২০০ ঘণ্টা প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষণার্থীদের গ্রাফিকস ডিজাইন, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিংয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান ডিসি।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ পাইয়ে দিতে সহযোগিতা করা হবে। এ ছাড়া বিভিন্ন তথ্যপ্রযুক্তি (আইটি) প্রতিষ্ঠানে তিন মাসের ইন্টার্ন করার সুযোগ করে দেওয়া হবে।