শতাধিক ক্লিনিকে ধর্মঘট
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/05/28/photo-1432811357.jpg)
বেশ কয়েকটি অভিযোগে নওগাঁর একটি বেসরকারি ক্লিনিকের মালিককে তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছিলেন ভ্রাম্যমাণ আদালত। সেইসঙ্গে জরিমানাও করা হয়। এবার নিয়ম না মানা সেই মালিকের মুক্তির দাবিতে প্রতীকী ধর্মঘট শুরু করেছে ব্যক্তিমালিকানাধীন ক্লিনিক-মালিকদের সংগঠন নওগাঁ জেলা প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন।
আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার জন্য এই প্রতীকী ধর্মঘটের ডাক দেয় সংগঠনটি।
নওগাঁ জেলা প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. রেজাউল মাহমুদ ও সাধারণ সম্পাদক আতোয়ার রহমান জানান, গত ১৫ মে শুক্রবার দুপুরে আকস্মিকভাবে নওগাঁর সিভিল সার্জন শহরের জমিলা রোগমুক্তি ক্লিনিক পরিদর্শন করেন। সে সময় ক্লিনিকের ১০টি বেডের বিপরীতে ২৮ জন রোগী, পরিষ্কার পরিচ্ছন্ন না থাকা এবং মেডিক্যাল অফিসার না থাকার অভিযোগে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনের প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পাঁচ হাজার টাকা জরিমানা ও ক্লিনিকের মালিক ডা. জাহিদুল ইসলামকে তিন মাসের কারাদণ্ডাদেশ দেন।
এরই প্রতিবাদে ওই ক্লিনিকের মালিকের মুক্তির দাবিতে কয়েক দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করছে সংগঠনটির নেতারা। এর আওতায় আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার প্রতীকী ধর্মঘট পালন করা হচ্ছে।
অবিলম্বে ওই ক্লিনিকের মালিককে মুক্তি দেওয়া না হলে প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রেখে বৃহত্তর আন্দোলন কর্মসুচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দেন ব্যক্তিমালিকানাধীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা।