জয়পুরহাটে স্কাউট সমাবেশ শুরু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/01/07/photo-1483802089.jpg)
জয়পুরহাট কালেক্টরেট মাঠে পাঁচদিনব্যাপী অষ্টম জেলা স্কাউট সমাবেশ আজ শনিবার থেকে শুরু হয়েছে। ছবি : এনটিভি
‘সুনাগরিক গঠনে স্কাউটিং’ স্লোগানে জয়পুরহাটে পাঁচ দিনব্যাপী অষ্টম জেলা স্কাউট সমাবেশ শুরু হয়েছে। আজ শনিবার সকালে জেলা কালেক্টরেট মাঠে এ সমাবেশ শুরু হয়।
স্কাউট সমাবেশের উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এস এম সোলায়মান আলী, পুলিশ সুপার (এসপি) রশীদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন ও বাংলাদেশ স্কাউটের জাতীয় উপকমিশনার আরিফুজ্জামান।
এ স্কাউট সমাবেশে জেলার ৫২টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ৭০০ স্কাউট অংশ নেয়। উদ্বোধন শেষে সমাবেশে অংশ নেওয়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউট দলের তাঁবু ঘুরে দেখেন অতিথিরা।