মামলার ভয়ে মাঠে নেই বিএনপি নেতাকর্মীরা
বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের মামলা দায়েরের পর নতুন করে মামলা ও গ্রেপ্তারের ভয়ে জয়পুরহাটে কেন্দ্রীয় কর্মসূচি বিক্ষোভ-সমাবেশ পালনে কোনো নেতাকর্মী মাঠে নামেননি।
গত ৫ জানুয়ারি বিএনপির ‘গণতন্ত্র হত্যা দিবসে’ জয়পুরহাটে বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাক্কাধাক্কির ঘটনায় দেড়শ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করে। সেই মামলায় গ্রেপ্তার এবং নতুন করে আবার মামলার ভয়ে আজ রোববার নেতাকর্মীরা আর কর্মসূচিতে অংশ নেননি।
সূত্র জানায়, গ্রেপ্তারের ভয়ে জয়পুরহাটে বিএনপি অধিকাংশ নেতাকর্মীই বাড়িছাড়া। প্রকাশ্যে শহরের কোথাও কাউকে দেখা যাচ্ছে না। এই অবস্থায় জেলা বিএনপি কার্যালয়ে এখন তালা ঝুলছে।
গত বৃহস্পতিবার ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটে শহরে বিএনপির বিক্ষোভ মিছিল বের করে। তাতে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে জয়পুরহাট থানার উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক বাদী হয়ে সরকারি কাজে বাধাদান, আঘাত, আক্রমণ ও অপরাধমূলক বল প্রয়োগের অভিযোগে বিএনপির ২২ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত দেড়শজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ওই রাতে মামলা দায়েরের পর পৃথক অভিযান চালিয়ে পুলিশ জয়পুরহাট পৌর বিএনপির আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মুশফিকুল আলম বুলু ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে।