সাতক্ষীরায় নাশকতা পরিকল্পনার অভিযোগে আটক ৭৯
নাশকতা ও সহিংসতার পরিকল্পনার অভিযোগে সাতক্ষীরায় ৭৯ জনকে আটক করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে সড়কে গাছ কাটা, অগ্নিসংযোগ ও সরকারি কাজে বাধা দেওয়াসহ নানা অপরাধ রয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে দুজন জামায়াতের কর্মী বলে জানা গেছে।
গতকাল শনিবার সন্ধ্যা থেকে আজ রোববার ভোর পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এঁদের আটক করা হয়।
জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, তাঁরা সংগঠিত হয়ে নতুন করে নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন। ভ্রাম্যমাণ আদালত এঁদের মধ্যে ২২ জনকে তাঁদের অপরাধ বিবেচনায় বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। সাজার মেয়াদ দুই থেকে ছয় মাস পর্যন্ত। পরে সবাইকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
কামাল হোসেন আরো জানান, আটক ব্যক্তিদের মধ্যে সাতক্ষীরা সদরে ১৮ জন, তালায় ১২, কলারোয়ায় ১০, পাটকেলঘাটায় ৯, কালীগঞ্জে ৮, দেবহাটায় ৮, শ্যামনগরে ৭ ও আশাশুনিতে ৭ জন রয়েছেন। দুই জামায়াতকর্মী হলেন পাটকেলঘাটা থানার কাটাখালি গ্রামের মো. আবদুল্লাহ ও কালীগঞ্জের জাফরপুরের আসগর আলী।