টেকনাফে আনসার ক্যাম্পের লুট হওয়া অস্ত্র উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার আনসার ক্যাম্প থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। এ সময় আটক করা হয়েছে দুজনকে।
গতকাল সোমবার রাত ৯টার দিকে টেকনাফের উখিয়ার কুতুপালং এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে একটি এসএমজি বন্দুক, ছয়টি ম্যাগাজিন, একটি চায়নিজ রাইফেল ও একটি এম-২ চায়নিজ রাইফেল।
র্যাব-৭-এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে টেকনাফের উখিয়ার কুতুপালং এলাকায় অভিযান চালানো হয়। এ সময় টেকনাফের আনসার ক্যাম্পের অস্ত্র লুটের ঘটনার অন্যতম দুই সন্দেহভাজন খায়রুল আমিন ও মাস্টার আবুল কালাম আজাদকে আটক করা হয়।
খায়রুল ও আজাদের কাছে একটি পিস্তল, একটি ওয়ান শুটারগান ও গুলি পাওয়া গেছে। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, আনসার ক্যাম্প থেকে লুট হওয়া আরো অস্ত্র উদ্ধার করতে রাত ১১টা থেকে আটক ব্যক্তিদের নিয়ে নাইক্ষ্যংছড়ির বিভিন্ন পাহাড়ে অভিযান চালায় র্যাব। অভিযানে অস্ত্র ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। আরো অস্ত্র উদ্ধারে অভিযান চলছে।
গত বছর ১৩ মে টেকনাফ উপজেলার নয়াপাড়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে আনসার বাহিনীর শালবন ব্যারাকে গভীর রাতে দুর্বৃত্তরা হামলা চালায়। এতে আনসারের এক কমান্ডার নিহত হন। দুর্বৃত্তরা ক্যাম্প থেকে ১১টি অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি লুট করে নিয়ে যায়।