সুনামগঞ্জে ইয়াবাসহ আটক ১

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী টেকেরঘাট এলাকা থেকে রোববার দুপুরে ১২৭টি ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
আটক ব্যক্তি হলেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আদানগর গ্রামের এরশাদ মিয়া (৩৫)।
বিজিবি সূত্র জানায়, রোববার দুপুর দেড়টার দিকে টেকেরঘাট এলাকা থেকে বিজিবির স্থানীয় টহল দলের সদস্যরা এরশাদ মিয়াকে আটক করেন। এ সময় তাঁর কাছ থেকে ১২৭টি ইয়াবা বড়ি জব্দ করা হয়।
সুনামগঞ্জে বিজিবির ৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান খান জানান, আটক এরশাদ মিয়া একজন ইয়াবা ব্যবসায়ী। তাঁকে তাহিরপুর থানায় হস্তান্তর করে মামলা দেওয়া হয়েছে।