মৌলভীবাজারে প্রতিপক্ষের হামলায় নিহত ১
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/01/12/photo-1484239052.jpg)
মৌলভীবাজার সদর উপজেলায় প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। আজ বৃস্পতিবার সন্ধ্যায় উপজেলার আপার কাগাবলা ইউনিয়নের সমশেরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আতর আলী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ জানুয়ারি জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কাগাবলা গ্রামের আতর আলীর সঙ্গে বিন্নিগ্রামের আকবর মিয়ার লোকজনের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আতর আলীসহ বিন্নিগ্রামের বাসিন্দা ইউপি সদস্য কাশেম মিয়া আহত হন। এরপর আতর আলী মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে গত মঙ্গলবার বাড়িতে যান। আর ইউপি সদস্য কাশেম মিয়া বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আতর আলী তাঁর স্ত্রী আম্বিরা বেগমকে নিয়ে জেলা সদর থেকে ওষুধ কিনে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে সমশেরগঞ্জ বাজারে আকবর মিয়ার লোকজন তাঁদের ওপর হামলা চালায়। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আতর আলী গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আতর আলীকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন আহমদ জানান, এ ঘটনার পর সন্ধ্যায় উভয় গ্রামে মসজিদের মাইকে হামলার প্রস্তুতির আহ্বান জানানো হয়। এতে উভয় গ্রামের মানুষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি।