বরগুনায় কাউন্সিলরের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/01/14/photo-1484392861.jpg)
বরগুনার পাথরঘাটা উপজেলার শ্রমিক লীগের সদস্যকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগে পৌরসভার কাউন্সিলর এবং পৌর প্যানেল মেয়রের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন নেতাকর্মীরা।
আজ শনিবার বেলা ১১টায় পাথরঘাটা উপজেলার গোলচত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে কাউন্সিলর ও পাথরঘাটা বিএফডিসি ঘাট শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেলকে অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান শ্রমিক লীগের বক্তারা।
কর্মসূচি চলাকালে বক্তারা সোহেলকে গ্রেপ্তার করার জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন। এ সময়ের মধ্যে সোহেলকে গ্রেপ্তার করা না হলে পাথরঘাটায় হরতালের ডাক দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
বক্তারা জানান, গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে পাথরঘাটার জিয়া মাঠসংলগ্ন এলাকায় সেলিম মিয়াকে পিটিয়ে হাত-পা ভেঙে গুরুতর আহত করেন সোহেলের সহযোগীরা। এ পরিপ্রেক্ষিতে সেলিমের এক ব্যবসায়ী সহযোগী সিফাজ উদ্দিন হাজি বাদী হয়ে পাথরঘাটা থানায় একটি মামলা করেন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক জানান, এ ঘটনার তদন্ত চলছে।