জনদুর্ভোগ নিরসনে বরগুনায় মতবিনিময়
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/01/16/photo-1484576854.jpg)
আজ সোমবার সকালে বরগুনার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নাগরিক সমস্যা সমাধানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি
বরগুনা শহরের জনদুর্ভোগ সৃষ্টিকারী যানবাহন স্ট্যান্ড অপসারণ এবং অন্যান্য নাগরিক সমস্যা সমাধানের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় বরগুনার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাগরিকদের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আমিনুল ইসলাম স্বপন, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি গোলাম হায়দার হাদি, রাজনীতিবিদ আরিফুর রহমান মারুফ, শফিকুল ইসলাম লিটন, গোলাম কিবরিয়া পিন্টু, স্থানীয় অধিবাসী আক্তারুজ্জামান জামান বাবুল, আনোয়ারুজ্জামান রানা, রাজিবুল হাসান রিমন প্রমুখ।
মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণি-পেশার তিন শতাধিক এলাকাবাসী অংশ নেয়।