অটোরিকশায় মিলল ৭৮ পাইপবোমা!

কক্সবাজারে একটি অটোরিকশা থেকে ৭৮টি পাইপবোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ দুজনকে আটক করেছে র্যাব। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজারে র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে র্যাব-৭-এর কক্সবাজার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আশেকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর ১টার দিকে কক্সবাজার শহরের খুরুশকুল এলাকায় অভিযান চালিয়ে মো. করিমউল্লাহ (৪০) ও মোহাম্মদ রমিজ (৪২) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা থেকে দুই বস্তায় ৭৮টি পাইপবোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
আশেকুর রহমান আরো জানান, আটক ব্যক্তিরা কোনো জঙ্গি সংগঠনের সদস্য বলে ধারণা করছে র্যাব। তাদের সম্পর্কে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। বোমা তৈরির সরঞ্জামগুলো কোথা থেকে এসেছে তা জানতে অনুসন্ধান চলছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে অভিযান চালানো হবে। উদ্ধার করা সরঞ্জামগুলো র্যাবের বিশেষজ্ঞ দল পরীক্ষা-নিরীক্ষা করছে বলেও জানান তিনি।
র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘আটক দুজন রোহিঙ্গা কি না, তা এখনো আমরা জানতে পারিনি। বিষয়টি অধিকতর তদন্ত করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তাঁরা কক্সবাজারের বাসিন্দা।