টেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার

পুরোনো ছবি
কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে দেড় লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার নাজিরপাড়া এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এগুলোর আনুমানিক মূল্য সাড়ে চার কোটি টাকা।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা এ অভিযান চালান। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবির এই কর্মকর্তা আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো জ্যেষ্ঠ কর্মকর্তা ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।