অ্যাটকো সভাপতির মুক্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন
এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর মুক্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের শের-ই বাংলা পার্কের সামনে এই কর্মসূচিতে পঞ্চগড় জেলা প্রেসক্লাব, পঞ্চগড় জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বণিক সমিতি, এনটিভি দর্শক ফোরাম, আইনজীবী, শিক্ষক, শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধনে পঞ্চগড় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ বি এম আখতারুজ্জামান শাহজাহান, হাফিজাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাদত হোসেন, বিএনপি নেতা এম এ মজিদ, আব্দুল্লাহ আল মামুন রণিক, শাহজাহান খান, ছাত্রনেতা নুরুজ্জামান বাবু, রাশেদুজ্জামান রাশেদ, এনজিও প্রতিনিধি হারুন-উর রশিদ হারুন, জেলা প্রেসক্লাবের সভাপতি ও একুশে টিভির প্রতিনিধি আনিস প্রধান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি সফিকুল আলম সফিক, জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও চ্যানেল ২৪-এর প্রতিনিধি হোসেন রায়হান, জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও এনটিভির প্রতিনিধি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, যমুনা টেলিভিশনের এস এ মাহমুদ সেলিম, বৈশাখী টেলিভিশনের মো. শাহজালাল, সময় টেলিভিশনের আব্দুর রহিম, বাংলাভিশনের মো. মোশাররফ হোসেন, মোহনা টেলিভিশনের রওশন জামিল চৌধুরী ডলার, দেশ টেলিভিশনের রাশেদুজ্জামান রাশেদ, আরটিভির রাজিউর রহমান রাজু, ৭১ টেলিভিশনের রফিকুল ইসলাম, এশিয়ান টিভির আকতারুজ্জামান আকতার, নয়াদিগন্তের আসাদুজ্জামান আসাদ, আমাদের সময়ের নজরুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের সরকার হায়দারসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শ মানুষ অংশ নেয়।
সমাবেশে বক্তারা আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীকে গ্রেপ্তার ও বার বার রিমান্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করেন।