বাংলাদেশে ঢুকে বিজিপির গুলি, জেলে নিহত!

কক্সবাজারের টেকনাফের নাফ নদে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের বর্ডারগার্ড পুলিশের (বিজিপি) গুলিতে বাংলাদেশি এক জেলের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ সময় আরো একজন গুলিবিদ্ধ হয়েছেন। আজ সোমবার সকালে নাজিরপাড়া বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম নুরুল আমিন (২৬)। তাঁর বাড়ি টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ায়। গুলিবিদ্ধ মর্তুজা হোসেন (২২) একই এলাকার।
স্থানীয়রা জানান, আজ ভোররাতে টেকনাফ পৌরসভা এলাকার নুরুল আমিন, মর্তুজা হোসেন ও হাকিম আলী (৫০) একটি নৌকা নিয়ে নাফ নদে মাছ ধরতে যান। তাঁরা নাজিরপাড়া বেড়িবাঁধ এলাকায় অবস্থান করছিলেন। সকাল ৯টার দিকে মিয়ানমার বর্ডারগার্ড পুলিশের (বিজিপি) সদস্যরা বাংলাদেশ সীমান্তে ঢুকে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় নুরুল আমিন ও মর্তুজা হোসেন গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থলেই নুরুল আমিনের মৃত্যু হয়। পরে অন্য জেলেরা মর্তুজা হোসেনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. শোভন দাশ জানান, নিহত নুরুল আমিনের বুকে কয়েকটি গুলি লেগেছে। মর্তুজা হোসেনের বুকেও গুলি লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টেকনাফ সদর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মো. ইব্রাহীম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নাফ নদে মাছ ধরার সময় মিয়ানমার পুলিশের গুলিতে এক জেলে মারা গেছে এবং একজন গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রাথমিকভাবে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের কাছে প্রতিবাদ জানানো হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, লাশ উদ্ধার করে কক্সবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।