খুলনায় ৯ ফেব্রুয়ারি থেকে ইজতেমা

খুলনার মোহাম্মদনগরে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে তিনদিনব্যাপী আঞ্চলিক ইজতেমা। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ১১ ফেব্রুয়ারি ইজতেমা শেষ হবে।
তিনদিনব্যাপী এই ইজতেমায় আট থেকে ১০ লাখ মুসল্লি যোগদান করবেন বলে আশা করছেন তাবলিগ জামাতের মুরব্বিরা।
এদিকে, ইজতেমা উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ সোমবার দুপুরে খুলনা মহানগর পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইজতেমা এলাকাজুড়ে ৫৪টি সিসিটিভি ক্যামেরাসহ ওয়াচ টাওয়ার স্থাপন করা হচ্ছে। এখানে সার্বক্ষণিক যোগাযোগ রাখার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে এবং খুলনা মহানগর পুলিশ (কেএমপি) সদর দপ্তরে নিয়ন্ত্রণ কক্ষ রাখা হয়েছে। এ ছাড়া বিজিবি, কোস্টগার্ড, র্যাব, আনসার, ডিজিএফআই, এনএসআই, সিটি এসবিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা নিরাপত্তার দায়িত্বে থাকবে।
ইজতেমার সমন্বয়কারী কাজী মো. তারেক জানান, ইজতেমার মাঠে চিকিৎসা সেবা দেওয়া জন্য ঢাকা থেকে একটি এবং স্থানীয়ভাবে একাধিক মেডিকেল টিম থাকবে।
ইজতেমায় সুদান, যুক্তরাজ্য, থাইল্যান্ড, চীন, কাতার, মালয়েশিয়া, কানাডা, মরক্কোসহ ১৬টি দেশের মেহমানরা উপস্থিত থেকে বয়ান করবেন।
কাজী মো. তারেক আরো জানান, ছয় লাখ বর্গফুট এলাকায় অবস্থিত ইজতেমার মাঠের চারপাশে ৫১৬টি টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিরা যাতে ভালোভাবে বয়ান শুনতে পারে সে জন্যে সাউন্ড সিস্টেমের ব্যবস্থা রাখা হয়েছে।
জেলা প্রশাসক নাজমুল আহসান জানান, ইজতেমার মাঠে বিদেশি মেহমানদের নিরাপত্তা নিশ্চিতের জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সার্বক্ষণিক তৎপর থাকবে। নজরদারি জন্য ওয়াচ টাওয়ার স্থাপনসহ সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।