টেকনাফে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় গুলিবিদ্ধ হয়ে সুলতান আহমদ বাদশা নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আজ বুধবার সকালে টেকনাফ স্থলবন্দরে ১৪ নম্বর সেতুর পশ্চিম পাশের গহীন বনে তাঁর গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।
দুই দল ইয়াবা ব্যবসায়ীর মধ্যে গুলি বিনিময়ের সময় সুলতান নিহত হন বলে পুলিশ জানিয়েছে। সুলতান টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকার অছিউর রহমানের ছেলে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, প্রাথমিকভাবে জানা যায় মাদক ব্যবসার টাকার ভাগাভাগি নিয়ে আজ ভোরে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে ইয়াবা ব্যবসায়ী সুলতান আহমদ বাদশা নিহত হন। ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি একটি এলজি, ১০ হাজার ইয়াবা বড়ি ও বেশকিছু গুলির খোসাসহ কয়েক প্রকার মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।
ওসি জানান, সুলতানের বিরুদ্ধে ইয়াবা পাচারসহ অন্তত দেড় ডজন মামলা রয়েছে। সকালে ঘটনাস্থল থেকে পুলিশ তাঁর মৃতদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।