মহেশখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

কক্সবাজারের মহেশখালীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। এ সময় সাত পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ ছয়টি অস্ত্র উদ্ধার করেছে।
পৃথক বন্দুকযুদ্ধের ঘটনায় মাতারবাড়ী থেকে আটটি অস্ত্র উদ্ধার ও তিনজনকে আহত অবস্থায় আটক করেছে পুলিশ।
কক্সবাজারের পুলিশ সুপার ড. এ কে এম ইকবাল আজ মঙ্গলবার দুপুরে মহেশখালী থানায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জানান, আজ ভোরে মহেশখালী দ্বীপের হোয়ানক ইউনিয়নের কেরুনতলী নয়াপাড়ার পূর্ব পাশে গহিন অরণ্যে সন্ত্রাসীদের ধরতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও সন্ত্রাসীদের লক্ষ্য করে গুলি করলে উভয় পক্ষে বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে ঘটনাস্থলে সন্ত্রাসী আবদুস সাত্তার নিহত হন। তিনি হোয়ানক ইউনিয়নের পূর্ব বড়ছড়া গ্রামের মৃত নুরুচ্ছফার ছেলে। ঘটনাস্থল থেকে আবদুস সাত্তারের ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে আরো পাঁচটি অস্ত্র ও ১৫টি গুলি উদ্ধার করে পুলিশ। অন্যদিকে পৃথক অভিযানে মহেশখালী উপজেলার মাতারবাড়ী থেকে আটটি অস্ত্র ও ৩০টি গুলি উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাতারবাড়ী থেকে তিন সন্ত্রাসীকে আটক করা হয়।
আহত পুলিশ সদস্যদের মধ্যে উপপরিদর্শক (এসআই) শাওন, এএসআই জাহাঙ্গীর, কনস্টেবল হান্নান ও নাজমুলকে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।