দুর্বৃত্তদের এসিডে ঝলসাল মুক্তিযোদ্ধার মুখ
এসিড দিয়ে সাতক্ষীরার এক মুক্তিযোদ্ধার মুখমণ্ডল ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পাটকেলঘাটা উপজেলার নগরঘাটা গ্রামের মুক্তিযোদ্ধা আবু জাফর সরদার (৬৮)।তিনি এখন সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
আবু জাফর অভিযোগ করেন, গতকাল সোমবার রাতে তিনি প্রচণ্ড গরমের কারণে ঘরের বারান্দায় টেবিল ফ্যান চালু করে ঘুমিয়ে ছিলেন। মধ্যরাতে তাঁকে লক্ষ্য করে এসিড ছুড়ে মারা হয়। এতে তাঁর মুখমণ্ডল, বাম হাত ও বাম পা ঝলসে যায়।
মুক্তিযোদ্ধা জানান, জমি নিয়ে তার সাথে প্রতিবেশী বদরউদ্দিন সরদারের বিরোধ ও মামলা চলে আসছে ২০০৮ সাল থেকে।এ নিয়ে প্রায়ই তাদের ঝগড়াঝাটিও হয়।
আবু জাফর বলেন, ‘এসিড মারার পরই আমি টর্চলাইট মারি। তখন আমি বদরুদ্দিনের দুই ছেলে জোহর ও মালেক এবং হামেদ খন্দকারের দুই ছেলে হাই ও রনি খন্দকারকে চিনতে পারি।’
মুক্তিযোদ্ধার স্ত্রী মালিথা বেগম জানান, এখন পর্যন্ত কোনো মামলা লেখা হয়নি।বিষয়টি তাদের ছেলে পুলিশ সদস্য জাকির হোসেনকে জানানো হয়েছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।সাতক্ষীরা হাসপাতালে গিয়ে এসিড দগ্ধ মুক্তিযোদ্ধা আবু জাফর সরদারের সাথে কথাও বলেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা দেননি বলে জানান ওসি।