টেকনাফে ট্রলার থেকে সাড়ে ৫ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহ পরীর দ্বীপে নাফ নদে থাকা একটি ট্রলার থেকে পাঁচ লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় পাচারকাজে ব্যবহার করা মাছ ধরার ট্রলারটি জব্দ করা হয়। আজ শনিবার ভোরে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় কাউকে আটক করা যায়নি।
প্রায় একই সময়ে টেকনাফ পৌরসভার নাফ নদের সংযোগস্থল হেচ্ছাখাল থেকে ৪৪ হাজার ইয়াবাসহ একটি নৌকা জব্দ করেছে বিজিবি।
কোস্টগার্ড চট্টগ্রাম পূর্বজোনের কমান্ডার ক্যাপ্টেন শহীদ জানান, তাঁরা খবর পান মিয়ানমার থেকে মাছ ধরার ট্রলারে করে ইয়াবার বড় একটি চালান বাংলাদেশে আসছে। এর ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল আজ ভোরে নাফ নদে অভিযান চালায়। এ সময় সন্দেহ হলে একটি নৌকাকে থামাতে বললে পাচারকারীরা ট্রলার থেকে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ওই ট্রলারে তল্লাশি করে পাঁচ লাখ ইয়াবা উদ্ধার এবং ট্রলারটি জব্দ করা হয়।
এদিকে টেকনাফে বিজিবির ২ নম্বর ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে টেকনাফ পৌরসভার নাফ নদের সংযোগস্থল হেচ্ছাখাল থেকে ৪৪ হাজার ইয়াবাসহ একটি নৌকা জব্দ করেছে বিজিবি। মিয়ানমার থেকে আসা নৌকার লোকজন বিজিবি সদস্যদের দেখে পালিয়ে গেলে নৌকা থেকে ৪৪ হাজার ইয়াবা পাওয়া যায়।