সুনামগঞ্জে পাহাড়ি ঢলে প্লাবিত গ্রাম, যোগাযোগ বন্ধ

গত কয়েক দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে এ উপজেলার সঙ্গে অন্যান্য জেলা-উপজেলার সড়ক পথে যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।
urgentPhoto
সুরমা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহজাহান মাস্টার জানান, অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢলে সুরমা ইউনিয়নের খাসিয়ামারা নদীর রাবারড্যাম বেড়িবাঁধ ভেঙে দোয়ারাবাজার সদর ইউনিয়ন, বোগলাবাজার, লক্ষ্মীপুর, মহব্বতপুর, টিলাগাঁও, রাজনগর, কাওয়াঘর, মামুনপুর, শিমুলতলা, গিরিশনগর, বরকতনগর, খাগোরা, পেটিরবন্দ, বক্তারপুরসহ বেশ কয়েকটি অঞ্চল প্লাবিত হয়। এতে পানিবন্দি হয়ে পড়ে গ্রামগুলোর মানুষ।
গতবার বেড়িবাঁধটি ভেঙে গেলেও কমিটি সংক্রান্ত জটিলতার কারণে তা আর সংস্কার করা যায়নি। ফলে পাহাড়ি ঢলের প্রথম ধাক্কায়ই বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে প্লাবিত হয়েছে অঞ্চলগুলো।
ঢলের কারণে ওই এলাকার বিভিন্ন গ্রামে মাছ চাষ করা পুকুর তলিয়ে কয়েক লাখ টাকার মাছ পানিতে ভেসে গেছে।
এ ছাড়া কয়েক শতাধিক বাড়িঘরে পানি প্রবেশ করায় বর্তমানে গরু-বাছুরসহ গৃহপালিত পশু নিয়ে বেকায়দায় পড়েছে এলাকার লোকজন।