৫ জানুয়ারির নির্বাচন বর্জন দুর্ভাগ্যজনক : যুক্তরাজ্য
বিএনপির ৫ জানুয়ারির সংসদ নির্বাচন বর্জনকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন। নির্বাচনই গণতন্ত্রের একমাত্র পূর্বশর্ত নয় মন্তব্য করে রবার্ট গিবসন বলেন, ‘এর সঙ্গে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতাও গুরুত্বপূর্ণ। গণতন্ত্র হচ্ছে প্রতিদিনের জবাবদিহিতা।’
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন ব্রিটিশ হাইকমিশনার। যুক্তরাজ্য টেকসই গণতন্ত্রের জন্য সব রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনাকে উৎসাহিত করে বলেও জানান গিবসন।
ঢাকার দুই সিটি নির্বাচন বিষয়ে এক প্রশ্নের জবাবে রবার্ট গিবসন বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনের অনিয়মের কোনো তদন্ত না হওয়াটাও খুবই লজ্জাজনক। এমনকি এই নির্বাচনকে চ্যালেঞ্জ করে কোনো আইনি পদক্ষেপও নেওয়া হয়নি।’
তবে তিনি আশা প্রকাশ করেন, নতুন নির্বাচিত তিন মেয়র তাঁদের নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন এবং শহরগুলোকে সুখী ও স্বাস্থ্যকর হিসেবে গড়ে তুলবেন।
অনুষ্ঠানে ডিক্যাবের সভাপতি মাসুদ করিম ও সাধারণ সম্পাদক বশীর আহমেদও বক্তব্য রাখেন।