নির্বাচনে অনিয়মের তদন্ত চায় যুক্তরাজ্য
ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থীদের ভোট বর্জনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন। আজ মঙ্গলবার নির্বাচন শেষ হওয়ার পর এক বিবৃতিতে হাইকমিশনার এই মন্তব্য করেন।
ব্রিটিশ হাইকমিশনের এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা ইউিএনবি জানিয়েছে, ভোটের ফলাফল থেকে ঢাকা ও চট্টগ্রামে কোনো সহিংসতার সৃষ্টি হবে না বলে হাইকমিশনার আশা করেন।
ব্রিটিশ হাইকমিশনার বলেন, আজকের ঘটনার প্রতিক্রিয়ায় আইন বহির্ভূত কিছু করবেন না বলে সব দলকে নিশ্চিত করতে হবে। অনিয়মের সব অভিযোগ দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করাটা গুরুত্বপূর্ণ।
urgentPhoto
গিবসন আরো বলেন, সবাই যেন ভোট দিয়ে তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে এমন পরিবেশ নিশ্চিত করা নির্বাচন কমিশন, নিরাপত্তা বাহিনীসহ সব দলেরই দায়িত্ব।
ব্রিটিশ এই কূটনীতিক বলেন, সফলভাবে নির্বাচিতদের উচিত হবে শহরের বাসিন্দাদের প্রয়োজন ও ইচ্ছার কথা শোনা।
এর আগে আজ সকালে বিট্রিশ হাইকমিশনার বলেন, সিটি নির্বাচন অপ্রীতিকর ঘটনা ও সংঘাত ছাড়াই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে তিনি আশা করেন। রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল ও কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। সকালে তিনি বেশ কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
ওই সময় এক প্রশ্নের জবাবে হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন বলেন, নির্বাচন বিষয়ে কারো কোনো অভিযোগ সরাসরি নির্বাচন কমিশনের কাছে করা উচিত। তিনি আরো বলেন, প্রিজাইডিং অফিসারদের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন নির্বাচন সুষ্ঠুভাবেই হচ্ছে।
আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।