অ্যাটকো সভাপতির মুক্তির দাবিতে আশুগঞ্জে মানববন্ধন
এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর মুক্তির দাবিতে আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।
আশুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবুল হাসেম প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন। আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আশুগঞ্জ নাগরিক সমাজের সভাপতি নাজমুল হোসাইন হামদু, আশুগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, বঙ্গবন্ধু কারিগরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহজাহান মিয়া, ফিরোজ মিয়া কলেজের শিক্ষক মো অলি উল্লাহ অলি।
মানববন্ধন ও সমাবেশে অংশ নেন আশুগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. আবু আব্দুল্লাহ, যুগ্ম সম্পাদক মো. সাদেকুল ইসলাম সাচ্চু, যমুনা টেলিভিশনের প্রতিনিধি ও আশুগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক মো. শফিকুল ইসলাম, চ্যানেল নাইনের প্রতিনিধি ও আশুগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক মো. আল মামুন, দৈনিক সমকালের আশুগঞ্জ প্রতিনিধি প্রভাষক মোহাম্মদ আনোয়ার হুসেন, দৈনিক সমকালের নাসিরনগর উপজেলা প্রতিনিধি আলী আজম, বৈশাখী টেলিভিশনের ভৈরব প্রতিনিধি আদিল উদ্দিন, একাত্তর টেলিভিশনের ভৈরব প্রতিনিধি ফজলুল হক বাবু, মাইটিভির আশুগঞ্জ প্রতিনিধি নিতাই চন্দ্র ভৌমিক, দৈনিক ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান রনিসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা অবিলম্বে আলহাজ্ব মোসাদ্দেক আলীর নিঃশর্ত মুক্তি দাবি করেন। মানববন্ধনটি সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনা করেন আশুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এনটিভির আশুগঞ্জ প্রতিনিধি মো. আক্তারুজ্জামান রঞ্জন।