বিয়ের কথা বলে ভারতে পাচারের চেষ্টা
বিয়ে প্রতারণার ফাঁদে ফেলে এক যুবককে ভারতে পাচারকালে আজ রোববার সন্ধ্যায় সাতক্ষীরার বাবুলিয়া সীমান্তে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করেছে ওই যুবককে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া শিউলি বেগমের বাড়ি (২১) মানিকগঞ্জের ঘিওর উপজেলার রানাকাঠি গ্রামে। পাচারের শিকার যুবক খায়রুল ইসলাম (২০) চাঁদপুরের গণপতিপুর গ্রামের মিজান মিয়ার ছেলে।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) বোরহানউদ্দিন জানান, শিউলি বেগম খায়রুলের সাথে প্রতারণা করে বিয়ে করার ফাঁদ পাতেন। পরে তাঁকে ভারতে পাচারের উদ্দেশে সাতক্ষীরার সদর উপজেলার বাবুলিয়া সীমান্তে নিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ খায়রুলকে উদ্ধার ও শিউলিকে গ্রেপ্তার করে।