সাতক্ষীরায় জামায়াতের রুকন গ্রেপ্তার
সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর রুকন মো. রোকনুজ্জামান রোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে শহরের পলাশপোল এলাকায় নবজীবন ইনস্টিটিউটের কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই ইনস্টিটিউটের পরিচালক।
জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এনামুল হক বিশ্বাস দাবি করেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধকালে রোকনুজ্জামান একজন রাজাকার হিসেবে কসাই রোকন বলে পরিচিত ছিলেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ শেখ জানান, রোকনুজ্জামানের বিরুদ্ধে নাশকতা, গাছ কাটা, সহিংসতা এবং পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দানের কয়েকটি মামলা রয়েছে। এসব মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।