মংলায় ৩ লাইটার জাহাজের বিরুদ্ধে মামলা, জরিমানা
নদীপথে চলাচলের অনুমোদন না থাকায় মংলা বন্দরে দুটি লাইটার জাহাজের বিরুদ্ধে মামলা ও একটি জাহাজকে জরিমানা করেছেন কোস্টগার্ড পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
‘নিরাপদ নৌ সপ্তাহ’ ২০১৫ উপলক্ষে আজ বুধবার দুপুরে মংলার পশুর চ্যানেলের বিভিন্ন স্থানে থাকা নৌযানগুলোতে অভিযান চালিয়ে এমভি আইচগাতি ও এমভি তফির উদ্দিন নামক দুটি কার্গোর বিরুদ্ধে মামলা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এমভি নূর-ই-জারিক নামক অপর একটি কার্গোকে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মংলার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হক।
মোহাম্মদ নাজমুল হক বলেন, ‘আজকের অভিযানে আমরা সার্ভে ও লাইসেন্সের বিষয়গুলো দেখেছি। তারপর অবৈধ নৌযানের বিষয়গুলো দেখেছি। যার ত্রুটি আছে, অপরাধের গুরুত্ব অনুযায়ী আমরা জরিমানা করেছি একটির বিরুদ্ধে। নিয়মিত মামলা নির্দেশ দিয়েছি দুটোর বিরুদ্ধে।
কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা রাহাত উজ্জামান জানান, নৌ দুর্ঘটনা এড়াতে ও মংলা বন্দরের পণ্য ওঠানামা স্বাভাবিক রাখতে অনুমোদনবিহীন কার্গো জাহাজে নিয়মিত অভিযান অব্যাহত রাখা হবে।