ইয়াবা পাচারকারীদের সঙ্গে নাফ নদীতে বিজিবির গোলাগুলি

এনটিভির পুরোনো ছবি
মিয়ানমারের ইয়াবা পাচারকারীদের সঙ্গে কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা হয়েছে ছয় লাখ ইয়াবা।
আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নাফ নদীর মোহনায় এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিজিবির টেকনাফের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ।
বিজিবি কর্মকর্তা জানান, এ ঘটনায় মিয়ানমারের তিন নাগরিককে আটক করা হয়েছে। তারা আহত। এ ছাড়া ঘটনাস্থল থেকে দেড় লাখ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এর আগে সকালে আরেকটি অভিযানে বিজিবি আরো সাড়ে চার লাখ ইয়াবা উদ্ধার করে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ।