বিদ্যুতের দাবিতে সুনামগঞ্জ শহরে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরে বিদ্যুতের দাবিতে আজ সোমবার মানববন্ধন করে হাসননগর এলাকাবাসী। ছবি : এনটিভি
সুনামগঞ্জ পৌর শহরে বিদ্যুতের দাবিতে মানববন্ধন করেন হাসননগর এলাকার লোকজন। আজ সোমবার দুপুর ১টায় সরকারি কলেজের সড়কে এই মানববন্ধন হয়। এতে এলাকাবাসীর সঙ্গে কলেজের আবাসিক হোস্টেলের ছাত্রীরাও অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তারা জানান, গত বৃহস্পতিবার থেকে হাসননগর এলাকার একটি ট্রান্সফরমার বিকল হওয়ায় পূরবী এলাকার একাংশ, হাসননগর এলাকার সদর হাসপাতালের আশপাশ, পূর্ব সুলতানপুর ও কলেজ রোড এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। বারবার যোগাযোগ করার পরও বিদ্যুৎ বিভাগের লোকজন কোনো কাজ করছে না। শনিবার ট্রান্সফরমারটি মেরামতের জন্য সিলেটে পাঠানো হয়েছে। এখনো সেটি মেরামত করে আনা হয়নি।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা মোজাহিদুল ইসলাম, আকিফুজ্জামান রিপন, আবু তাহের, কলেজ শিক্ষার্থী আবু সালেহ, শান্তা ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ।