চট্টগ্রামে দেয়াল ধসে নিহত দুই
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/23/photo-1435043462.jpg)
চট্টগ্রামের মাদারবাড়ী এলাকায় রেলওয়ের সীমানা দেয়াল ধসে দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে পূর্ব মাদারবাড়ীর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কোচিং সেন্টারের ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া সন্তানকে নিতে এসে অপেক্ষা করার সময় দেয়ালটি ধসে পড়লে জান্নাতুল ফেরদৌস নামের এক নারী মারা যান। এ সময় নিহত আরেকজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
টানা বৃষ্টির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল হোসেন ভূঁইয়া জানান, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে নিহতদের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।