আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস আজ
আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস আজ মঙ্গলবার। বিশ্বের অন্যান্য দেশের মতো এবারও বাংলাদেশে দিবসটি পালন করা হবে। এবারের আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস-২০১৫-এর প্রতিপাদ্য ‘২০১৫-উত্তর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমুখী সেবার উদ্ভাবন’। জাতীয় পর্যায়সহ দেশের বিভিন্ন জেলা প্রশাসনের পক্ষ থেকে শোভাযাত্রা ও সেমিনারের মাধ্যমে দিবসটি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর বাণীতে বলেন, ‘নাগরিকের আশা-আকাঙ্ক্ষা পূরণ, সুশাসন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে স্বপ্নের সোনার বাংলা গড়তে দক্ষ, যোগ্য, নেতৃত্বদানকারী ও মেধাবী জনপ্রশাসনের ভূমিকা অপরিহার্য। সে পরিপ্রেক্ষিতে কম খরচ ও দ্রুততম সময়ে জনসাধারণের কাছে রাষ্ট্রের সেবাগুলো পৌঁছে দিতে আজকের জনবান্ধব প্রশাসন সদা বদ্ধপরিকর।’
সরকারিভাবে একটি দক্ষ, জনবান্ধব ও মেধাভিত্তিক জনপ্রশাসন গড়তে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘ঔপনিবেশিক মানসিকতা ত্যাগ করে জনপ্রশাসনে কর্মরত সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী যাতে যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে দেশ ও জাতিকে উন্নয়নের শিখরে পৌঁছে দিতে পারে এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে একটি সম্মানজনক উচ্চতায় নিয়ে যেতে পারে, সে উদ্যোগ অব্যাহত আছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেন, ‘কর্মচারীদের সৃজনশীল কার্যক্রম উৎসাহিত করার জন্য জনপ্রশাসন পদক নীতিমালা-২০১০ প্রণয়ন করা হয়েছে। জনগণের দ্বারপ্রান্তে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় সেবা পৌঁছে দেওয়ার জন্য ই-গভর্ন্যান্স চালু করাসহ দ্বিতীয় প্রজন্মের সিটিজেন চার্টার বাস্তবায়ন করা হয়েছে।’
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমি আশা করি, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত সব কর্মচারী সর্বোচ্চ দেশপ্রেম নিয়ে এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জনগণের সেবায় আত্মনিয়োগ করবেন।’
পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে আজ বেলা ১১টায় সোনারগাঁও হোটেলে ‘ন্যাশনাল ব্যাকবোন নেটওয়ার্ক অব বাংলাদেশ গভর্নমেন্ট’-এর উদ্বোধন হয়েছে। বাংলা গভ ডটনেট প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে একই নেটওয়ার্কের আওতায় আসছে সরকারের সব কার্যালয়।
অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক প্রধান অতিথি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম।