ময়মনসিংহে যুবক আটক, ইয়াবা জব্দ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় গতকাল মঙ্গলবার রাতে এক যুবককে আটকের পর তাঁর কাছ থেকে ইয়াবা মিলেছে বলে দাবি করেছে পুলিশ। ছবি : এনটিভি
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় এক যুবককে আটকের পর তাঁর কাছ থেকে ইয়াবা মিলেছে বলে দাবি করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকা থেকে মোস্তফা (২৮) নামের ওই যুবককে আটক করা হয়েছে। পুলিশের দাবি, তাঁর কাছ থেকে একশ ইয়াবা উদ্ধার করা হয়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
ওসি দাবি করেন, মোস্তফা তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তাঁর বাড়ি পাশের গফরগাঁও উপজেলার জন্মেজয় গ্রামে। গোপন খবরের ভিত্তিতে রাতে তাঁকে আটক করা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।