রাজধানীতে গুলি করে প্রাইভেটকার ছিনতাই
রাজধানীর বিজয় সরণির কাছে উড়াল সেতুতে চালককে গুলি করে প্রাইভেটকার ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ চালকের নাম আসিফ। তিনি গুলশানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক আহতের বড় ভাই আশিকুর রহমানের বরাত দিয়ে জানান, গুলিবিদ্ধ আসিফ প্রাইভেটকার নিয়ে বিজয় সরণির পাশে উড়াল সেতু দিয়ে তাঁর উত্তরার বাসায় যাচ্ছিলেন। এ সময় পথে তাঁর প্রাইভেটকারের গতিরোধ করে একদল দুর্বৃত্ত পেটে গুলি করে গাড়ি নিয়ে পালিয়ে যায়। গাড়ির নম্বর ঢাকা মেট্রো-গ ২৯-৩৪৫৬। পরে গুলিবিদ্ধ আসিফ তাঁর বড় ভাই আশিককে ফোন করে বিষয়টি জানান। ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।
এদিকে, রাজধানীর গেণ্ডারিয়া এলাকায় রাজধানী সুপারমার্কেটের সামনে ভোর সাড়ে ৫টার দিকে শরীফ নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে তাঁর মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাঁর পেটে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানান পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক। তিনি জানান, ছুরিকাহত শরীফের বাড়ি গেণ্ডারিয়া এলাকার নারিন্দা লেনে।