দিয়াশলাইয়ের বাক্সে করে ইয়াবা বিক্রি, গ্রেপ্তার ২
মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলী বাসস্ট্যান্ডে দিয়াশলাইয়ের বাক্সে ভরে ইয়াবা বিক্রির সময় দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার রাতে ক্রেতা সেজে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় ৩০টি ইয়াবা।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শিবালয় উপজেলার জমদুয়ারা গ্রামের আরিফুল ইসলাম (২৩) ও সাজ্জাদ মণ্ডল (২২)।
জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) গাফ্ফার হোসেন জানান, আরিফুল ও সাজ্জাদ ইয়াবা ব্যবসায়ী। মঙ্গলবার সন্ধ্যা থেকে তাঁরা উথলী বাসস্ট্যান্ডের আজমেরি হোটেলের সামনে অবস্থান করে ইয়াবা বিক্রি করছিলেন। রাত ৯টার দিকে ক্রেতা সেজে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ। তাঁরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ভর্তি দিয়াশলাইয়ের বাক্স পকেট থেকে বের করে হোটেলের চালে ছুড়ে দেন। চালের ওপর থেকে দিয়াশলাইয়ের বাক্সটি উদ্ধার করা হয়। এরপর সেখান থেকে ৩০টি ইয়াবা জব্দ করে দুজনকে গ্রেপ্তার করা হয়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, এ ঘটনায় ডিবি পুলিশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। ওই মামলায় তাঁদের আজ বুধবার বিচারিক হাকিম আদালত-২ ফারজানা আহমেদের আদালতে পাঠানো হয়। আদালত জেলহাজতে পাঠানোর আদেশ দেন।