কক্সবাজারে মিয়ানমারের ১৭ নাগরিক আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলার একট বাড়ি থেকে গতকাল রাতে মিয়ানমারের ১৭ নাগরিককে আটক করে পুলিশ। ছবি : এনটিভি
কক্সবাজারের টেকনাফ উপজেলার একটি বাড়ি থেকে মিয়ানমারের ১৭ নাগরিককে আটক করা হয়েছে।
গতকাল সোমবার রাতে ওই ১৭ জনকে আটক করা হয়।
আটক মিয়ানমারের নাগরিকদের মধ্যে দুই শিশু ও চার নারী রয়েছে। তাদের সবার বাড়ি মিয়ানমারের মংডু জেলার ঝিমংখালী এলাকায়।
পুলিশের ভাষ্য, অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ওই ১৭ জনকে আটক করা হয়। তাদের সহায়তার জন্য বুলবুলি ও খলিল নামের দুই বাংলাদেশিকেও আটক করা হয়েছে। পরে একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে টেকনাফ উপজেলার হাতিয়ারঘোনা গ্রামে দুটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় মিয়ানমারের নাগরিকদের আটক করা হয়। তারা মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গেছে।