নীলফামারীতে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মুসরুত বালাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাৎ করেছেন। এই অভিযোগে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে এলাকার ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে জানা যায়, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দুজন সহকারী শিক্ষক গত মঙ্গলবার উপবৃত্তি দেওয়ার সময় ২২৫ জন উপবৃত্তিধারী ছাত্রছাত্রীর অভিভাবকের কাছ থেকে ৫০ টাকা করে আদায় করেন। এতে তাঁর আয় হয় ১১ হাজার ২৫০ টাকা। এর আগে চলতি শিক্ষাবর্ষে প্রথম শ্রেণির ৩২জন ছাত্রছাত্রীর নতুন উপবৃত্তি কার্ড করার সময় প্রত্যেকের কাছ থেকে প্রধান শিক্ষক ২০০ টাকা করে নেন। এতে তিনি ছয় হাজার ৪০০ টাকা আত্মসাৎ করেন।
এ বিষয়ে এলাকাবাসীর পক্ষে জুয়েল মিয়া নামের এক ইউপি সদস্য এ অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি।