প্রশংসাপত্র না দেওয়ায় প্রধান শিক্ষককে পিটুনি

প্রশংসাপত্র দিতে না পারায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ চার ছাত্র ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককের মাথায় রড দিয়ে পিটিয়ে জখম করেছে। গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষককে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার বেলা ১১টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল আহমদ ও সহকারী প্রধান শিক্ষক গুল আহমদের মধ্যে নানা বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছে। গুল আহমদ ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। বেলাল আহমদ যোগ দেওয়ার পর থেকে তাঁকে নানাভাবে অহযোগিতা করে আসছেন গুল আহমদ। এ নিয়ে দুই শিক্ষকের মধ্যে দ্বন্দ্ব চলছিল।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বছর অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নুরুজ আলী নামের এক ছাত্রকে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি সাময়িক বরখাস্ত করে। এরপর থেকে ওই ছাত্র ও তার অভিভাবকরা সহকারী প্রধান শিক্ষকের পক্ষে অবস্থান নেয়। নুরুজ আলী এসএসসি পরীক্ষা দিতে চাইলে কমিটি সভা করে তাকে সেই সুযোগ দেয়। সে এবারের পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে।
আজ রোববার বেলা ১১টার দিকে নুরুজ আলী আরো তিন ছাত্রকে নিয়ে প্রধান শিক্ষক বেলাল আহমদের কক্ষে যায়। তারা প্রধান শিক্ষককে নুরুজের এসএসসি পরীক্ষা পাসের নম্বরপত্র ও প্রশংসাপত্র দিতে বলে। প্রধান শিক্ষক বোর্ড থেকে এখনো নম্বরপত্র আসেনি জানালে ওই ছাত্ররা ক্ষুব্ধ হয়ে ওঠে। একপর্যায়ে তারা শিক্ষক বেলাল আহমদের ওপর হামলা চালায়। রড দিয়ে মাথায় আঘাত করে। এ সময় পাশের কক্ষ থেকে শিক্ষক গুল আহমদ এসেও বেলাল আহমদকে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী সাখাওয়াত হোসেন বলেন, বহিস্কৃত ছাত্র ও সহকারী প্রধান শিক্ষক মিলেই প্রধান শিক্ষককে মারধর করেছেন। পুলিশ তাদের আটকের চেষ্টা করছে।