বন্দুকযুদ্ধে এনাম বাহিনীর প্রধান নিহত : পুলিশ

কক্সবাজারের মহেশখালীতে গতকাল গভীর রাতে সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ এনামুল হক নিহত হয়েছেন। ছবি : এনটিভি
কক্সবাজারের মহেশখালী উপজেলায় ‘দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে এনাম বাহিনীর প্রধান’ এনামুল হক নিহত হয়েছেন বলে পুলিশ দাবি করেছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে মহেশখালীর হোয়ানকের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাবি করেন, দুটি সন্ত্রাসী পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে এনামুল হকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এনামুলের বিরুদ্ধে হত্যা, অপহরণসহ আটটি মামলা রয়েছে বলে দাবি করেন ওসি।