‘মোরা’ মোকাবিলায় লক্ষ্মীপুরে প্রস্তুত ১০২ আশ্রয়কেন্দ্র
বঙ্গোবসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোরা’ মোকাবিলায় লক্ষ্মীপুর জেলায় প্রস্তুত রাখা হয়েছে ১০২টি আশ্রয়কেন্দ্রসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। দুর্যোগ ব্যবস্থাপনা ও করণীয় নির্ধারণে আজ সোমবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য উপকূলীয় এলাকায় মাইকিং করা হয়েছে। পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা রেখে চালু করা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। জেলায় ১০২টি আশ্রয়ণকেন্দ্র ছাড়াও বিভিন্ন বিদ্যালয়ে আশ্রয় নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
জেলা প্রশাসক হোমায়রা বেগমের সভাপতিত্বে প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, সিভিল সার্জন মোস্তফা খালেদ আহম্মেদ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বোরহান উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক গোলাম মোস্তফা ও তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এখন ঘূর্ণিঝড় ‘মোরা’ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এতে করে লক্ষ্মীপুরসহ উপকূলীয় কয়েকটি জেলায় ৭ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।