১৩ অস্ত্র, ৪৩০ গুলিসহ তিনজন গ্রেপ্তার

কক্সবাজারের মহেশখালী থেকে ১৩টি অস্ত্র ও ৪৩০টি গুলিসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করার দাবি করেছে র্যাব। আজ বুধবার ভোররাতে মহেশখালী উপজেলার শাপলাপুরে এ অভিযান চালান র্যাব ৭-এর সদস্যরা।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের বাড়িয়াছড়ি গ্রামের মো. নাসির উদ্দিন (৩০), হোয়ানক ইউনিয়নের ফকিরাখালী গ্রামের মো. হাবিবুর রহমান (৩২) ও কালারমারছড়া ইউনিয়নের উত্তরনলবিলা গ্রামের শহিদুল ইসলাম (২৪)।র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন জানিয়েছেন, মহেশখালীর শাপলাপুরে কয়েকজন অস্ত্র ব্যবসায়ী আগ্নেয়াস্ত্র কেনাবেচা করবে বলে গোপন সংবাদ ছিল। র্যাব সদস্যরা অভিযান চালিয়ে চিহ্নিত তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। তাঁদের স্বীকারোক্তিমতে ১৩টি ওয়ান শ্যুটারগান, ৪৩০টি গুলি ও ২৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মামলা রয়েছে। তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে মহেশখালী থানায় সোপর্দ করা হবে বলে জানিয়েছেন মেজর মো. রুহুল আমিন।