কুতুবদিয়ায় অস্ত্র-গুলিসহ শ্রমিক লীগ নেতা আটক

কক্সবাজারের কুতুবদিয়া থেকে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি আজ বৃহস্পতিবার সকালে গণমাধ্যমের সামনে হাজির করে র্যাব। ছবি : এনটিভি
কক্সবাজারের কুতুবদিয়া থেকে অস্ত্র ও গুলিসহ এক শ্রমিক লীগ নেতাকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোরে কুতুবদিয়ার কৈয়ারবিল পরান সিকদারপাড়ার নিজ বাড়ি থেকে কক্সবাজার জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম চৌধুরী মুকুলকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৭। এ সময় তাঁর বাড়ি থেকে ১৯টি অস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি উদ্ধার করা হয়।
র্যাব ৭-এর কমান্ডার মেজর রুহুল আমিন জানান, ভোরে মুকুলকে নিজ বাড়ি থেকে আটক করার পর তাঁর স্বীকারোক্তি অনুযায়ী এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
এলাকায় আধিপত্য বিস্তার ও চিংড়ি ঘের দখলে ব্যবহারের জন্য এসব অস্ত্র ও গোলাবারুদ মজুদ করা হয়েছিল বলেও জানান তিনি।
তবে আটক মুকুলের পরিবারের সদস্যদের দাবি, তিনি ষড়যন্ত্রের শিকার।