জঙ্গির খোঁজে গাইবান্ধার চরে অভিযান

গাইবান্ধার সদর উপজেলার কয়েকটি দুর্গম চরাঞ্চলে জঙ্গি আস্তানার খোঁজে অভিযান চালাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
আজ বুধবার ভোর থেকে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যদের সমন্বয়ে এ যৌথ বাহিনী অভিযান চলছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহ ফারুক বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, চরাঞ্চলের কামারজানি, মোল্লারচরসহ বেশ কিছু এলাকায় জঙ্গি তৎপরতা ও আস্তানার খোঁজে অভিযান চালানো হচ্ছে। এ ছাড়া এসব এলাকায় নৌ-ডাকাতদের গ্রেপ্তারেও অভিযান পরিচালিত হচ্ছে।
আবদুল্লাহ ফারুক আরো বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে চরাঞ্চলের কিছু এলাকা ব্লকরেইড (নির্দিষ্ট এলাকা চিহ্নিত) করা হয়েছে। এসব এলাকা ঘিরেই অভিযান চালানো হচ্ছে। তবে সকাল সাড়ে ৮টা পর্যন্ত চরাঞ্চলে কোনো আস্তানার সন্ধান পাওয়া যায়নি।
গত বছরও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গাইবান্ধার সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার চরাঞ্চলের বিভিন্ন এলাকায় কয়েক দফায় অভিযান চালান। কিন্তু অভিযানে পরিত্যক্ত দু-তিনটি দেশি অস্ত্র ছাড়া উল্লেখযোগ্য কিছুই উদ্ধার বা কোনো জঙ্গি পাওয়া যায়নি।