জাকাত দিতে পুলিশের অনুমতি লাগবে
জাকাত প্রদান কিংবা যে কোনো জনসমাবেশের আগে পুলিশের অনুমতি লাগবে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক আজ শুক্রবার পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
আইজিপি সাংবাদিকদের বলেন, জাকাতের কাপড় দেওয়া অথবা যে কোনো জনসমাবেশের নিরাপত্তায় কমপক্ষে একদিন আগে পুলিশকে জানাতে হবে। আজ সকালে ময়মনসিংহে জাকাত নিতে গিয়ে পদপৃষ্ট হয়ে ২৫ জন নারীর মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেছেন তিনি।
সকালে ময়মনসিংহের একটি বাড়িতে জাকাতের কাপড় নিতে হাজির হয়েছিলেন সহস্রাধিক মানুষ। ভেবেছিলেন ওই কাপড় পরে করবেন পবিত্র ঈদুল ফিতর। কিন্তু তা আর হয়নি। কেউ জাকাতও পাননি। হুড়োহুড়ি করতে গিয়ে পদদলিত হয়ে মারা গেছেন অন্তত ২৫ জন। আহত হয়েছেন শতাধিক। আজ শুক্রবার ভোর ৫টার দিকে ময়মনসিংহ শহরের অতুল চক্রবর্তী রোড এলাকায় নুরানী জর্দা ফ্যাক্টরির মালিক শামীম তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
এই ঘটনায় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করলে হয়তো এমন দুঃখজনক ঘটনা ঘটত না। এমনটাই বলেছেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) নজরুল ইসলাম।
নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, জাকাত অথবা জনসমাবেশে সংক্রান্ত অনুমতির জন্য সংশ্লিষ্ট থানার ওসি অথবা পুলিশ সুপারের (এসপি) ফোন নম্বরে ফোন করে অনুমতি নিতে হবে। ই-মেইলেও অনুমতি চাওয়া যাবে। ফোন নম্বর এবং ই-মেইল পাওয়া যাবে www.police.gov.bd ওয়েবসাইটে।
এদিকে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক নজরুল ইসলাম আরো জানান, পুলিশকে না জানিয়ে এই ধরনের জনসমাবেশের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।