সুনামগঞ্জে দরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

ঈদ উপলক্ষে সুনামগঞ্জে যুক্তরাজ্যভিক্তিক মুসলিম চ্যারিটির উদ্যোগে আজ শনিবার দেড় শ হতদরিদ্র নারী-পুরুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শহরের প্রিয়াঙ্গণ কমিউনিটি সেন্টারে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা ফাউন্ডেশন’ এই খাদ্যসামগ্রী বিতরণ করে। এর আগে শহরের বিভিন্ন এলাকা থেকে হতদরিদ্রদের তালিকা করা হয়।
আয়োজকরা জানান,প্রত্যেক পরিবারের একজন সদস্যের হাতে চাল, ডাল, তেল, লবণ, ময়দা, সেমাই, চিনিসহ ১১ কেজি পরিমাণ খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।
আমরা ফাউন্ডেশনের উপদেষ্টা দেওয়ান ইমদাদ রেজা চৌধুরীর সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। এ ছাড়া বক্তব্য দেন মুসলিম চ্যারিটির বাংলাদেশের সমন্বয়কারী ফজলুল করিম, আমরা ফাউন্ডেশনের সভাপতি জাহারিয়া জামান তানভীর, সাধারণ সম্পাদক আকিফুজ্জামান রিপন। পরে লোকজনের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।