জাকাতের অর্থ রাষ্ট্রীয় তহবিলে জমা দেওয়ার আহ্বান
জাকাত নিতে গিয়ে প্রাণহানি ঠেকাতে এর অর্থ রাষ্ট্রীয় তহবিলে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, একই সঙ্গে ঢাকা এসে এই নিয়ে নির্দেশনা জারি করা হবে বলেও তিনি জানান। আজ রোববার সকালে পদদলিত হয়ে নিহত নারী-শিশুর স্বজনদের বাড়িতে গিয়ে সমবেদনা জানানোর সময় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেছেন, ‘এই (জাকাত) অর্থ সুষ্ঠুভাবে বণ্টন করা হবে। এ-সংক্রান্ত একটি নির্দেশ জারি করা হবে।’
অধ্যক্ষ মতিউর রহমান বলেন, ‘বাংলাদেশের কোথাও না কোথাও এ রকম দুর্ঘটনার মাধ্যমে অপমৃত্যু হইতেছে। আমি এখন থেকে অনুরোধ করব এবং প্রশাসনের যাঁরা আছেন, তাঁদের অনুরোধ করব সুনজর রাখবেন। জনগণকে অনুরোধ করব আপনারা, রাষ্ট্রীয় তহবিল থেকে জাকাত সঠিকভাবে বিতরণ করা হবে এবং এতে কোনো ঝামেলা হবে না। এ জন্য (আপনারা) এটি সরকারের কোষাগারে জমা দেবেন। আমরা পদক্ষেপ নেব যাতে যথাযথভাবে এটি বিতরণ হয়। আমি সংবাদমাধ্যমে প্রকাশ করব এবং সবাইকে অনুরোধ করব আমার হজ মন্ত্রণালয় থেকে সবাই যেন রাষ্ট্রীয় ভাণ্ডারে জমা দেয়।’
ধর্মমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রীয় ভাণ্ডার থেকে পরে আমরা দেখে দেখে সুষ্ঠুভাবে বিতরণ করব। তাতে এই দুর্ঘটনার সম্ভাবনা থাকবে না। আমি এটি নির্দেশনা জারি করব। আমি ঢাকায় গিয়ে আলাপ-আলোচনার মাধ্যমে মন্ত্রণালয়ের পরামর্শ মোতাবেক নির্দেশনা দেওয়া হবে।’
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বজনদের হাতে ১০ হাজার টাকা করে অনুদান তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী, পুলিশ সুপার মঈনুল হকসহ প্রশাসনিক কর্মকর্তারা।
শুক্রবার ভোর ৫টার দিকে ময়মনসিংহের অতুল চক্রবর্তী রোড এলাকায় ব্যবসায়ী শামীম তালুকদারের বাসার বাইরে জাকাত নিতে সহস্রাধিক নারী ও শিশু ভিড় করে। গেট খুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই হুড়োহুড়ি করে ভেতরে প্রবেশ করতে গিয়ে পদদলিত হয়ে প্রাণ হারান পাঁচ শিশু ও ২২ নারী। এ ঘটনায় কারখানার মালিকসহ আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার বিকেলে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম আটজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। আসামিদের তিনদিনের হেফাজতে নিয়েছে পুলিশ।
এদিকে, এ ঘটনায় পুলিশের মহাপরিদর্শকের (আইজি) নির্দেশে গতকালই ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া ময়মনসিংহ জেলা প্রশাসন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মল্লিকা খাতুনকে প্রধান করে ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আ ন ম ফয়জুল হক ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) তৌহিদুল ইসলামকে সদস্য করে আলাদা একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উভয় কমিটিকে আগামী মঙ্গলবারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।